kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

খুলনার উন্নয়নে ১০ দফা দাবি

খুলনা অফিস   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অবিলম্বে পাইপলাইনে গ্যাস সরবরাহ, খানজাহান আলী বিমানবন্দরের দ্রুত বাস্তবায়ন, আধুনিক সুযোগ-সুবিধাসহ ত্রুটিমুক্ত পূর্ণাঙ্গ আধুনিক রেলস্টেশন বাস্তবায়নসহ ১০ দফা দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। দাবি আদায়ে আগামী ৮ ও ১১ ডিসেম্বর নগরীতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা। গতকাল বুধবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্ব্বয় কমিটি সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। কমিটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে, খুলনা-যশোর রোড ছয় লেনে উন্নীতকরণ, রূপসা ও ভৈরব নদীর তীরঘেঁষে শহর রক্ষা বাঁধসহ রিভারভিউ রোড নির্মাণ, যুগোপযোগী খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, খুলনা-দর্শনা ডাবল রেললাইন স্থাপন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে স্থানীয় প্রতিনিধি নিয়োগ, অনিয়ম-দুর্নীতিমুক্ত কেডিএ গঠন প্রভৃতি।

মন্তব্যসাতদিনের সেরা