kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

ভাসান চরে সুপেয় পানির ব্যবস্থা করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য নির্মিত ভাসান চর আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানির ব্যবস্থা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠক থেকে সেখানে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবস্থাসহ আয়বর্ধক কর্মসৃজনের জন্যও বলা হয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. মহিবুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্তরের দেশি-বিদেশি কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ‘বিএএফ বঙ্গবন্ধু কমপ্লেক্স’ নির্মাণ, বগুড়ায় বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, চট্টগ্রামে বিমানসেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং যশোর (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে এসব প্রকল্পের কাজ পরিকল্পিতভাবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা