মৌলভীবাজারের কুলাউড়ায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ভাষাসেনানী রওশন আরা বাচ্চু। গতকাল বুধবার কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে তাঁকে শহরের উছলাপাড়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এ সময় রওশন আরা বাচ্চকে শ্রদ্ধা নিবেদন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরীন, কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। জানাজায় অংশ নেওয়া স্থানীয়রা তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করার দাবি জানান। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, রওশন আরা বাচ্চুকে যেন সম্মানসূচক একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়। তাঁকে সম্মানিত করা হলে এই মহীয়সী নারীর ত্যাগ কিছুটা হলেও স্বার্থক হবে। তিনি ছিলেন একজন নারী শিক্ষানুরাগী ও সমাজসেবী।
মন্তব্য