ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

সামরিক সম্পর্ক এগিয়ে নিতে তাড়া যুক্তরাষ্ট্রের

  • মিয়ানমার বাহিনীর সঙ্গে সম্পর্ক সীমিত করেছে পেন্টাগন
কূটনৈতিক প্রতিবেদক
কূটনৈতিক প্রতিবেদক
শেয়ার
সামরিক সম্পর্ক এগিয়ে নিতে তাড়া যুক্তরাষ্ট্রের

এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে এসে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন। পেন্টাগনের ইন্দো-প্যাসিফিক নিরাপত্তাবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি র‌্যান্ডল জি শ্রাইভার গত মঙ্গলবার থেকে ঢাকায় দেড় দিনের সফরে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মুহম্মদ সাইফুল আবেদীনের সঙ্গে বৈঠক করেন।

সফর শেষে গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ ছাড়ার আগে স্থানীয় একটি হোটেলে কালের কণ্ঠসহ কয়েকটি সংবাদমাধ্যমকে র‌্যান্ডল জি শ্রাইভার বলেন, “প্রতিরক্ষা অংশীদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিসোমিয়া) ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং অ্যাগ্রিমেন্টকে (আকসা) আমরা সম্পর্ক আরো জোরদারে ভিত্তি চুক্তি হিসেবে অভিহিত করেছি।

এগুলো আরো সহযোগিতা, তথ্য বিনিময় ও আরো স্পর্শকাতর প্রযুক্তি এবং সক্ষমতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে। আকসার মাধ্যমে পরস্পরের ‘লজিস্টিক্যাল’ সহযোগিতা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।”

র‌্যান্ডল জি শ্রাইভার সফরকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে জানান, অনেক ইস্যুতেই তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থানের সাদৃশ্য দেখতে পেয়েছেন। বাংলাদেশের প্রত্যাশা কী, যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের ভালো অংশীদার হতে পারে সে বিষয়গুলো তিনি জানার চেষ্টা করেছেন।

প্রস্তাবিত চুক্তিগুলো সই করতে যুক্তরাষ্ট্রের দিক থেকে কোনো তাড়া আছে কি না, জানতে চাইলে পেন্টাগনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, ‘আমরা এটি সঠিকভাবে করতে চাই। আমাদের নিরাপত্তাব্যবস্থার ব্যাপারে পারস্পরিক আস্থা চাই। আমরা আরো সহযোগিতা করতে চাই। আর এ জন্যই তাড়ার বিষয়টি আসছে।

আমরা সম্পর্ক আরো জোরদার করতে চাই।’

তিনি বলেন, ‘প্রস্তাবিত চুক্তিগুলো (জিসোমিয়া ও আকসা) আরো সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে। এখন যে সহযোগিতা আছে তাতে কিছু সীমাবদ্ধতা আছে। এই সম্পর্ককে এগিয়ে নিতেই আমাদের তাড়া।’

র‌্যান্ডল জি শ্রাইভার বলেন, “যুক্তরাষ্ট্রের ‘ইন্দো-প্যাসিফিক কৌশলের’ উদ্দেশ্য চীনের ‘বেল্ট রোড ইনিশিয়েটিভ’কে টেক্কা দেওয়া নয়।

যুক্তরাষ্ট্রের লক্ষ্য অংশগ্রহণমূলক। ইন্দো-প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক, সুশাসন, নিরাপত্তাসহ বেশ কিছু ভিত্তি আছে। সেখানে সার্বভৌমত্ব, আন্তর্জাতিক রীতি ও আইনের ওপর জোর দেওয়া হয়েছে। ওই কৌশলে বিরোধ নিরসন ও পারস্পরিক অবাধ-ন্যায্য বাণিজ্যের কথা বলা হয়েছে। এসব নীতি সমর্থন করতে পারলে চীনকেও আমরা আমাদের (ইন্দো-প্যাসিফিক) অংশীদার হতে স্বাগত জানাই।”

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পটভূমিতে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আগ্রহ কী অর্থ বহন করে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্পর্ক জোরালো। আমরা একে আরো জোরালো করতে চাই। আমি এ সফরে বাংলাদেশের প্রত্যাশাগুলো জানার চেষ্টা করেছি।’ তিনি বলেন, ‘কেউ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়ন নিয়ে উদ্বিগ্ন হলে তা দুই দেশেরই উদ্বেগের কারণ হবে। যুক্তরাষ্ট্র চায় প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আমাদের উদ্বেগের কিছু নেই।’

রোহিঙ্গাদের ওপর নৃশংসতা, জেনোসাইড চালানো মিয়ানমার বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে পেন্টাগন কী উদ্যোগ নিচ্ছে এবং মিয়ানমার বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পর্ক কেমন—কালের কণ্ঠ’র এমন প্রশ্নের জবাবে র‌্যান্ডল জি শ্রাইভার বলেন, ‘নৃশংসতার কারণে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও প্রতিরক্ষা সম্পর্ক অনেক কমিয়ে আনা হয়েছে। মিয়ানমার বাহিনীর সঙ্গে আমাদের সম্পৃক্ততা এখন খুবই কম। প্রাথমিকভাবে এখন তাদের সঙ্গে আমাদের বহু পক্ষীয় ফোরামে যেমন যুক্তরাষ্ট্র-আসিয়ান সামরিক অনুশীলনে দেখা হয়। যেমন দুই-তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক অ্যাসপার ব্যাংককে আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন। সেখানে মিয়ানমারও ছিল। কিন্তু তিনি মিয়ানমারের প্রতিনিধির সঙ্গে আলাদাভাবে কোনো বৈঠক করেননি। মিয়ানমার বাহিনীকে তাদের আচরণ/কর্মকাণ্ড বদলাতে যে ধরনের সুযোগ আছে সেগুলোর আওতায় আমরা চাপ সৃষ্টি করছি।’

মন্তব্য

সম্পর্কিত খবর

বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ

শেয়ার
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণে কালো হয়ে গেছে। সেই পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই সঙ্গে বাড়ছে মশা। পাশ দিয়ে হেঁটে চলা দায়। গতকাল তোলা। ছবি : মঞ্জুরুল করিম
মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ রবিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে পিপল হু ফট ফর আসডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট : স্টোরি অব মুশতাক আহমদসহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকায় মিরপুর-১০ ও বছিলায় শহীদদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। গতকাল শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, আজ ২০ জুলাই গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস স্মরণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে দেশটা তোমার বাপের নাকি। কর্মসূচি অনুযায়ী এদিন একটি শহিদ পরিবারের সাক্ষ্য ডকুমেন্টারির পার্ট-৬ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণার ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে।

আজ ঢাকায় মোহাম্মদপুরে উর্দুভাষী বাংলাদেশিদের নিয়ে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হবে।

মন্তব্য
আদিলুর রহমান খান

ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
শেয়ার
ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে
আদিলুর রহমান খান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‌‘ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। ফলে মানুষ কাজের জন্য ঢাকা এলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না।

গতকাল শনিবার বুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এদিকে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলাফল হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন আদিলুর রহমান খান।

গতকাল ঢাবির টিএসসি অডিটরিয়ামে ঢাবি তরুণ কলাম লেখক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নতুন করে যেন বাংলাদেশে কখনোই আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫। দুই দিনব্যাপী (১৫-১৬ জুলাই) এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ১৬ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য

সর্বশেষ সংবাদ