রংপুরের মিঠাপুকুর, সিরাজগঞ্জের চৌহালী, টাঙ্গাইলের মির্জাপুর ও নরসিংদীর শিবপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ পাঁচজন নিহত হয়েছে। এ ব্যাপারে প্রতিনিধিদের পাঠানো খবর :
রংপুর (আঞ্চলিক) : মিঠাপুকুরের শঠিবাড়ী মহিয়ারপুর এলাকায় গতকাল ট্রাক্টরচাপায় কলেজছাত্র সাব্বির হোসেন ও স্কুলছাত্র আল ফারাবী নিহত হয়েছে। তারা দুজন মোটরসাইকেলের আরোহী ছিল। সাব্বির হোসেন মহিয়ারপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। আল ফারাবী একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের খলাপাড়া (গাংপাড়) এলাকায় গতকাল প্রাইভেট কার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জোনায়েদ আহমেদ সিদ্দিকী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো চারজন যাত্রী। জোনায়েদ সিদ্দিকী রাজধানীর স্বামীবাগ এলাকার সুলতানুল উলুম কওমি মাদরাসার পরিচালক ও নারায়ণগঞ্জের তারাব রূপসী এলাকার রহমানিয়া বাইতুন নূর জামে মসজিদের খতিব।
মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই হাঁটুভাঙ্গা রোড এলাকায় গতকাল বুধবার সকালে বালুভর্তি ট্রাকের ধাক্কায় আলহাজ উদ্দিন (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাগাবাড়ী গ্রামের ছাবের মণ্ডলের ছেলে।
মন্তব্য