kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল

হৃদরোগ চিকিৎসায় ডেমনস্ট্রেশন বিষয়ক ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে হৃদরোগ চিকিৎসার অত্যাধুনিক পদ্ধতির ওপর ‘লাইভ ওয়ার্কশপ অন কমপ্লেক্স পারকুটেনাস করনারি ইন্টারভেনশন’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক্সিকিউটিভ মেম্বার মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, হাসপাতালের প্রধান সিইও মো. তৌফিক বিন ইসমাইল, মেডিক্যাল ডিরেক্টর ডা. রাজীব হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে কনসালট্যান্ট, নার্স, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কর্মশালায় উপমহাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান প্রথমবারের মতো আইভাস (IVAS) ব্যবহার করা ছাড়া ‘জিরো কন্ট্রাস্ট এনজিওপ্লাস্টি’ সম্পন্ন করেন।

আয়োজকরা জানান, এ ধরনের অপারেশন বিশ্বে বিরল। যে সব রোগী একই সঙ্গে হৃদরোগ এবং কিডনি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে এনজিওপ্লাস্টি অত্যন্ত সফল পদ্ধতি হিসেবে সারা বিশ্বে সমাদৃত।

মন্তব্যসাতদিনের সেরা