kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

খালেদার জামিন পাওয়ার সুযোগ আছে : কামাল

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উচ্চ আদালতে জামিন পাওয়ার সুযোগ আছে। আমি বলছি, সুযোগ অবশ্যই আছে।’

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ড. কামাল এ কথা বলেন। আপিল বিভাগে খালেদা জিয়ার যে মামলার শুনানি চলছে তাতে তাঁর জামিন পাওয়ার সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মানবিক কারণেও খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। আজকের (গতকাল) সভার সিদ্ধান্তে তা স্পষ্ট করে বলা হয়েছে।

ড. কামালের বক্তব্যের আগে ফ্রন্টের সিদ্ধান্ত জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, ‘সাবেক তিনবারের প্রধানমন্ত্রী কারাবন্দি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আজকের সভায় আলোচনা হয় এবং উদ্বেগ প্রকাশ করা হয়। আমরা জানি, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘ ৬৬৪ দিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা