kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

ক্যাসিনোকাণ্ডে ফেঁসে যাচ্ছেন আরো ২৮ জন

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যাসিনোকাণ্ডসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িতদের তালিকায় যোগ হয়েছে আরো ২৮ জনের নাম। নতুন যুক্ত হওয়া ব্যক্তিসহ মোট ১৮৭ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারী ১৫৯ জনের তালিকা আমাদের আগেই ছিল। সেই তালিকায় আরো ২৮ জনকে যুক্ত করে অনুসন্ধান শুরু হয়েছে। নতুন যুক্ত হওয়াদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন।’ তিনি আরো বলেন, ‘এখনো অনুসন্ধানের পর্যায়ে আছে। তাই নাম প্রকাশ করাটা ঠিক হবে না। গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তালিকায় আছেন। প্রয়োজন হলে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হবে।’ উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা গ্রেপ্তার হন।

মন্তব্যসাতদিনের সেরা