kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

তদন্ত কমিটির প্রতিবেদন

উপস্থিত একজনের ভুলেই অনুপস্থিত ছাত্র মেধাতালিকায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর ১২তম হওয়ার ঘটনাটি অন্য এক ভর্তীচ্ছু শিক্ষার্থীর ভুলের কারণে ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন গঠিত তদন্ত কমিটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

এদিকে এ ঘটনায় স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম আজ বুধবার থেকে ফের চালু হবে বলে জানিয়েছে প্রশাসন।

সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্যসচিব এমদাদুল হক বলেন, ‘বি’ ইউনিটের প্রকাশিত ফলে ১২তম হওয়া সাজ্জাতুল ইসলামের রোল ছিল ২০৬০৫০, যার ভর্তি পরীক্ষা কেন্দ্র ছিল কোটবাড়ির টিচার্স ট্রেনিং কলেজে। ভুলক্রমে ওএমআর শিটে তাঁর এই রোল একই কেন্দ্রের ২০৬১৫০ রোলধারী মো. আলী মোস্তাকিন পূরণ করেন। মো. আলী মোস্তাকিন উত্তরপত্রে রোল নম্বর লেখার নির্ধারিত স্থানে সঠিক রোল লিখলেও বৃত্ত ভরাটের ‘১’ এর স্থলে ‘০’ ভরাট করেন।

মন্তব্যসাতদিনের সেরা