kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

গফরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা হারাল কিশোর

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে দুই পা হারিয়েছে শুভ নামের এক কিশোর। গত সোমবার রাতে উপজেলার গয়েশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। আহত শুভ উপজেলার বড় বড়াই গ্রামের গনি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গত সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী মহুয়া ট্রেন গয়েশপুর বাজার ছেড়ে কাওরাইদ স্টেশনে প্রবেশের আগে ট্রেনের ভেতর থাকা শুভ নামার জন্য লাফ দেয়। এ সময় তার দুই পা ট্রেনের চাকার নিচে পড়ে কেটে যায়। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

বড় বড়াই গ্রামের গোলাপ সরকার বলেন, গফরগাঁও থেকে মহুয়া ট্রেনে চড়ে ছেলেটি বাড়ি ফেরার জন্য কাওরাইদ স্টেশনে যাচ্ছিল। কিন্তু গয়েশপুর পয়েন্ট অতিক্রম করার সময় ছেলেটি ঝাঁপ দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্যসাতদিনের সেরা