kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

মেয়র আরিফের অভিযোগ

একটি মহল উন্নয়ন কাজে বাধা সৃষ্টির পাঁয়তারা করছে

সিলেট অফিস   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিলেট নগরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘সম্প্রতি নগরের বন্দরবাজার লালবাজারে সিসিকের অভিযানকে ভিন্ন খাতে প্রবাহিত করা, ‘নগর এক্সপ্রেস’ নামে বাস সার্ভিস চালুতে বাধা দেওয়ার চেষ্টা এবং কিছুদিন ধরে নগরের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে একটি মহল পাঁয়তারা করছে।’

গতকাল মঙ্গলবার বিকেলে নগর ভবনে সিলেটের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়সভায় এসব অভিযোগ করেন মেয়র আরিফুল হক। এ সময় তিনি চলমান কর্মকাণ্ড এগিয়ে নিতে সিলেটবাসীর সহযোগিতা চান। সভায় উপস্থিত ছিলেন সিসিকের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, রুকশানা বেগম, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য কাউন্সিলর, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুল আমিনসহ কর্মকর্তারা। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাবেক সভাপতি মোহাম্মদ লালা, রুহুল আনাম চৌধুরী মিন্টু প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা