kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

ফরিদপুর এলজিইডির বঙ্গবন্ধু পাঠাগার উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফরিদপুর এলজিইডি কার্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এ পাঠাগারের উদ্বোধন করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৯টি উপজেলার উপজেলা প্রকৌশলীসহ জেলা অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীরা। ফারুক হোসেন জানান, মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুর এলজিইডির পক্ষ থেকে তিনটি কাজ হাতে নেওয়া হয়েছে। এগুলো হলো এলজিইডি কার্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার স্থাপন, এলজিইডি হেল্প ডেক্স ও বঙ্গবন্ধু মেমোরিয়ালের স্থাপন। এরই মধ্যে স্থানীয় সরকারবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বঙ্গবন্ধু মেমোরিয়ালের উদ্বোধন করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা