kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

ধর্মঘটে উৎপাদন বন্ধ তিন জেলার পাটকলে

কালের কণ্ঠ ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘটে খুলনা অঞ্চল, চট্টগ্রাম ও রাজশাহীতে রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। বিস্তারিত কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে:

খুলনা: জেলার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম; যশোরের জেজেআই, কার্পেটিং মিলে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। ধর্মঘটের সমর্থনে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কর্মসূচি চলাকালে খালিশপুর শিল্পাঞ্চলে শ্রমিকরা মিলগেটে বিক্ষোভ সমাবেশ করে। খানজাহান আলী থানার শিল্প এলাকা ও যশোর নওয়াপাড়া এলাকার শ্রমিকরাও মিলগেট ও খুলনা-যশোর মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করে।

মন্তব্যসাতদিনের সেরা