kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

ট্রাস্ট ব্যাংকের ২০ বছরপূর্তি উদযাপিত

নিজস্ব প্রতিবেদক   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বিশ্বস্ততার ২০ বছর উদযাপন’ করল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এই বিশেষ উদযাপনের উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈনউদ্দীন, পরিচালকবৃন্দ, ঢাকা সেনানিবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের শুভানুধ্যায়ী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০ বছরপূর্তি উপলক্ষে আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা