শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
বহুমাত্রিক ব্যক্তিত্ব বিচারপতি হাবিবুর রহমানের জন্মদিন আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার। তাঁর জন্ম ৩ ডিসেম্বর ১৯২৮, ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরের দয়ারামপুর গ্রামে। তিনি ছিলেন ভাষাসংগ্রামী, বিচারপতি, গবেষক ও চিন্তাবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনে ১৪৪ ধারার বিরুদ্ধে মিছিলে প্রথমসারিতে ছিলেন তিনি। ১৯৬৪ সালে আইন ব্যবসায় যোগ দেন। ১৯৯৫ খ্রিস্টাব্দে বিচারপতি হাবিবুর রহমান বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে অবসর নেন। সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে তিনি ১৯৯৬ খ্রিস্টাব্দের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তথা দেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ১০০। উল্লেখযোগ্য বই : বাংলা ভাষায় প্রথম ধর্ম অভিধান ‘যার যা ধর্ম’, ‘যথাশব্দ’, ‘কোরানসূত্র’, ‘বাংলাদেশের তারিখ’, ‘গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ’, ‘রবীন্দ্রবাক্যে আর্ট-সঙ্গীত ও সাহিত্য’, ‘আমরা কি যাব না তাদের কাছে যারা শুধু বাংলায় কথা বলে’, ‘বং বঙ্গ বাঙ্গালা বাংলাদেশ’, ‘এক ভারতীয় বাঙালির আত্মসমালোচনা’, ‘বাংলার সূর্য আজ আর অস্ত যায় না’, ‘স্বাধীনতার দায়ভার’। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক। ১১ জানুয়ারি ২০১৪ তিনি মারা যান।
মন্তব্য