kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

‘মামলাজটের দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করছি’

নিজস্ব প্রতিবেদক   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতে যে মামলাগুলো আসে তার ৪০ শতাংশই মাদক সম্পর্কিত। সরকার চাচ্ছে মানুষের মনে আস্থার জায়গা তৈরি করতে। তাই আলোচিত মামলাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। মামলাজটের দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইন-গভ কনফারেন্স’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সেমিনার যৌথভাবে আয়োজন করে। সেমিনারের শেষ সেশনে সভাপতিত্ব করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পো। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

মন্তব্যসাতদিনের সেরা