kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

বংশী দূষণকারী ও দখলদারদের তালিকা তলব

নিজস্ব প্রতিবেদক   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাভারে বংশী নদী দূষণকারী ও দখলদারদের তালিকাসহ প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা), রাজউক, পরিবেশ অধিদপ্তর, ঢাকার জেলা প্রশাসক ও এসপি, সাভারের ইউএনও এবং ওসিকে ৩০ দিনের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার ওই নির্দেশ দেন। আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে বংশী নদীর দখল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় নদী কমিশনসহ ১৪ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা