kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

১১ দাবিতে আজ ধর্মঘট রাষ্ট্রায়ত্ত পাটকলে

খুলনা অফিস   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পাওনা পরিশোধ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার ধর্মঘট ডেকেছে পাটকল শ্রমিকরা। সকাল ৬টা থেকে আগামীকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এদিকে ধর্মঘট সফলের লক্ষ্যে গতকাল সোমবার খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল এলাকায় বিক্ষোভ করেছে তারা।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট কেনার অর্থ বরাদ্দ, মিল আধুনিকীকরণ, জুট গুডস ম্যান্ডেটরি অ্যাক্ট বাস্তবায়ন।

নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে গতকাল সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল খালিশপুর বিআইডিএস রোড, পিপলস মিল গেট, নতুন রাস্তা মোড়, দৌলতপুর বিএল কলেজ গেট হয়ে ক্রিসেন্ট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বেঁচে থাকার জন্য শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পাটশিল্প বাঁচাতে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

মন্তব্যসাতদিনের সেরা