kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

খুলনায় পাঁচটি প্যাট্রল ক্রাফটের কিল লেয়িং করলেন নৌপ্রধান

নিজস্ব প্রতিবেদক   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিতব্য পাঁচটি প্যাট্রল ক্রাফটের কিল লেয়িং অনুষ্ঠান গতকাল সোমবার খুলনা শিপইয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এই প্যাট্রল ক্রাফটগুলো ৫১.৬ মিটার দৈর্ঘ্য ও ৭.৫০ মিটার প্রস্থের, যা ঘণ্টায় ২১ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম হবে। আইএসপিআর জানায়, নির্মাণ শেষে এই যুদ্ধজাহাজগুলো বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী সিদ্ধান্তে ১৯৯৯ সালে খুলনা শিপইয়ার্ড লিমিটেড নৌবাহিনীর কাছে হস্তান্তরের পর এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ইয়ার্ড যুদ্ধজাহাজসহ মোট ৭৩১টি জাহাজ নির্মাণ এবং দুই হাজার ৩৩১টি জাহাজ মেরামতের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে।

মন্তব্যসাতদিনের সেরা