kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

দুধকুমর নদে ড্রেজিং দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুধকুমর নদে ড্রেজিং দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের দুধকুমর নদে অবিলম্বে ড্রেজিংয়ের দাবিতে গতকাল ভূরুঙ্গামারী উপজেলার চর ধাউরারকুটি এবং নাগেশ্বরীর চর দামালগ্রাম এলাকায় মানববন্ধন করে স্থানীয়রা। ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রামে দুধকুমর নদে দ্রুত ড্রেজিংয়ের দাবিতে মানববন্ধন করেছে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষ। গতকাল সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার চরধাউরারকুটি এবং নাগেশ্বরীর চর দামালগ্রাম এলাকায় দুধকুমরের তীরে এ মানববন্ধনে হাজারও মানুষ অংশ নেয়। এ সময় আন্ধারীঝাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য দেন ইয়াকুব আলী বাবলু মাস্টার, মোজাম্মেল হক দুদু মাস্টার, হাবিবুর রহমান মাস্টার, ডা. শামীম হোসেন, হাসিনুর মণ্ডল, হাসান প্রমুখ। বক্তারা বলেন, বিভিন্ন মাধ্যমে জানা যায়, বঙ্গসোনাহাট থেকে নুনখাওয়া পর্যন্ত দুধকুমর নদের তলদেশ ড্রেজিং করার প্রকল্প পাস হয়েছে এবং এ কাজ করতে দুটি ড্রেজিং মেশিনসহ জাহাজ প্রায় সাত মাস আগে ওই এলাকায় নোঙর করেছে। কিন্তু তারা কোনো কাজ করছে না।

মন্তব্যসাতদিনের সেরা