kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

প্রশ্ন হাইকোর্টের

রাবির ভিসি পদে কোন কর্তৃত্ববলে ড. সোবহান

নিজস্ব প্রতিবেদক   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য (ভিসি) পদে অধ্যাপক ড. এম আব্দুস সোবহান কোন কর্তৃত্ববলে বহাল আছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রাবির ভিসি, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, শিক্ষাসচিবসহ আটজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাবির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ছাত্র সালমান ফিরোজ ফয়সালের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও মুজাহিদুল ইসলাম সেলিম। ভিসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবে আলম (অ্যাটর্নি জেনারেল) ও মাসুদ হাসান চৌধুরী পরাগ।

অধ্যাপক ড. এম আব্দুস সোবহানকে ২০১৭ সালের ৭ মে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ অবস্থায় ভিসি পদ থেকে অধ্যাপক ড. এম আব্দুস সোবহানকে অপসারণের জন্য গত ১৫ মে আইনি নোটিশ দেন ওই শিক্ষার্থীর আইনজীবী। নোটিশের কোনো জবাব না পেয়ে এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা