kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

মৃত্যুও একসঙ্গে

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। অর্ঘ রায় (৩) ও প্রার্ঘ রায় (৩) নামের দুই ভাই ডাসার থানার নবগ্রাম এলাকার অনিমেষ রায়ের সন্তান। গতকাল সোমবার দুপুরে বাড়ির সামনের পুকুরে ডুবে মৃত্যু হয় তাদের।

স্থানীয়রা জানায়, দুপুরে দুই ভাই উঠানে খেলছিল। এর মধ্যে দুজন সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। এরপর খোঁজাখুঁজি চলতে থাকে। শেষে সন্ধান মেলে বাড়ির সামনের পুকুরে; প্রাণহীন অবস্থায়। অনিমেষ রায় বলেন, ‘দুই ছেলে খেলতে খেলতে কখন যে পুকুরে পড়ে গেছে, আমরা কেউ বুঝতে পারিনি।’

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জিয়াউদ্দিন জানান, মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা