kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

সিলেটে মসজিদের মিনার ধসে আহত ২

সিলেট অফিস   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট নগরের নয়াসড়ক এলাকায় পুনর্নির্মাণ কাজ চলাকালে একটি মসজিদের মিনার রাস্তায় ধসে পড়েছে। এতে এক মোটরসাইকেল আরোহীসহ দুই পথচারী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে পাশের একটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন। স্থানীয় বাসিন্দারা জানায়, কিছুদিন ধরে নয়াসড়ক জামে মসজিদের পুনর্নির্মাণের জন্য ভাঙার কাজ চলছে। সিলেট সিটি করপোরেশন এবং মসজিদ কমিটির উদ্যোগে এ কাজ চলছে। এরই মধ্যে মসজিদের মূল অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা