kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে কুড়িগ্রামে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৯ জন। গতকাল সকালে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বীরপ্রতীক তারামন বিবি বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হলেন আলিম (৩০) ও যোবায়ের হোসেন (২৫)। আলিম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আজম আলীর ছেলে এবং যোবায়ের টগরাইহাট এলাকার প্রতাপ গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আহত শিক্ষার্থীরা জানান, ১৯ থেকে ২১ ডিসেম্বর চরমোনাই ফজলুল হক মাদরাসায় ইজতেমা হবে। ওই ইজতেমার জন্য বাঁশ সংগ্রহ করতে মাদরাসার প্রায় ২০ শিক্ষার্থী ট্রাকে করে উলিপুরে যাচ্ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা