kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

বাসদের জনসভায় খালেকুজ্জামান

এ সরকার লুটপাটকারীদের পাহারাদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশ আজ চরম সংকটে নিমজ্জিত। চরম ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র আজ নির্বাসিত। শাসকশ্রেণির উন্নয়নের ডামাডোলের নিচে চাপা পড়ে যাচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কান্না। শুধু পেঁয়াজের সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বাড়িয়ে গত দুই মাসে জনগণের পকেট থেকে চার-পাঁচ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। চাল, আদা, রসুন, সবজিসহ নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। মানুষের নাভিশ্বাস উঠছে। অথচ কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না। শ্রমিকও তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। এ কথা বলেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

মন্তব্যসাতদিনের সেরা