kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

দরিদ্র প্রবীণদের মাঝে হুয়াওয়ের চাদর ও কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরে দরিদ্র প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর ও কম্বল বিতরণ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি প্রযুক্তি ও নেটওয়ার্ক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। গতকাল শুক্রবার নাটোরের সিংড়া উপজেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। গতকাল হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহেমদ পলক ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝ্যাং ঝেনজুন প্রবীণদের শীতবস্ত্র  বিতরণ করেন। এ সময় কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের জন্য হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী জুনায়েদ আহেমদ পলক। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে হুয়াওয়ের অসামান্য অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘হুয়াওয়ে ২১ বছর ধরে আইসিটি এবং টেলিযোগাযোগের উন্নয়নে অবদান রেখে চলেছে।

মন্তব্যসাতদিনের সেরা