বাসা থেকে বের হতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। তিনি বলেন, ‘আমার সম্পদের ওপর চাচার লোভ আছে। আমরা ভয়ে বাসার বাইরে যেতে পারছি না। বাসা থেকে বের হলে আর প্রবেশ করতে পারব কি না, এমন ভয় পাচ্ছি।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরিক।
তিনি জানান, নিজের প্রয়োজনেই তিনি মা বিদিশাকে বাসায় ডেকে এনেছেন। তিনি বলেন, ‘আমিই মাকে ফোন করে খাবার রান্না করে বারিধারার প্রেসিডেন্ট পার্কে আসতে বলেছিলাম। তিনি নিজের ইচ্ছায় আসেননি।’ এরিক বলেন, ‘আমি মাকে ফোন করে বলেছি, আমার অসুবিধা হচ্ছে, ঠিকমতো খাওয়াদাওয়া পাচ্ছি না। এ জন্য মা একটু রান্না করে এনেছেন। আমি তাঁকে এখানে থাকতে বলেছি।’
মন্তব্য