kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

সুন্দরবনকে বাঁচানোর দাবি তেল-গ্যাস রক্ষা কমিটির

খুলনা অফিস   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুন্দরবন বাঁচাতে সরকারকে আহ্বান জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। সিডর, বুলবুলের মতো প্রবল ঘূর্ণিঝড়ে প্রমাণিত হয়েছে, সুন্দরবন আমাদের জন্য কতটা উপকারী। তার পরও একটি পক্ষ মানুষের কথা না ভেবে সুন্দরবনের আশপাশে বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন বড় বড় শিল্প-কারখানা গড়ে তুলছে। এতে সুন্দরবনের অস্তিত্ব হুমকিতে পড়ছে।

গতকাল শুক্রবার বিকেলে খুলনা প্রেস ক্লাবে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির খুলনা বিভাগীয় প্রতিনিধিসভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির খুলনা জেলার আহ্বায়ক এস এ রশিদ। সভায় বিভাগের ১০ জেলার ও বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা এতে অংশ নেন।

মন্তব্যসাতদিনের সেরা