kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

সাতছড়িতে ‘গোপন’ অভিযান র‌্যাবের

হবিগঞ্জ প্রতিনিধি   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে দুই দফা অভিযান চালিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যার পর এবং গতকাল শুক্রবার সকালে র‌্যাব-৯-এর একটি দল সেখানে অভিযান চালায়। তবে অভিযানের ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। একাধিক পর্যটক জানিয়েছেন, র‌্যাব সদস্যদের সঙ্গে হাতকড়া লাগানো দুজন ব্যক্তিকে দেখা গেছে।

সাতছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ‘দুটি গাড়িতে করে র‌্যাব সদস্যরা শুক্রবার সকালে বনে প্রবেশ করেন। র‌্যাব সদস্যরা আমাদের জানিয়েছেন যে তাঁরা অভিযানের জন্য বনে প্রবেশ করেছেন।’

মন্তব্য