kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

‘ইহকাল-পরকালে শান্তি মিলবে ইসলাম মানলে’

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্ম পালন করলে ইহকাল ও পরকালে শান্তি মিলবে।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঁঠালিয়া শাখা ও কারীমিয়া সাখাওয়াতিয়া মাদরাসা। মাহফিলে আরো বয়ান করেন মাওলানা ডা. মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ আবদুল হাই নেছারী, আবু জাফর মোহাম্মদ ছালেহ, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মুহাম্মদ হাছিবুর রহমান মাদানী, মুহাম্মদ মুফতি রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য