kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

গাসিক মেয়র বললেন

সাংবাদিকদের মানুষের পাশে দাঁড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, সমস্যার চিত্র তুলে ধরার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক সংবাদ পরিবেশন করতে হবে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে যাচ্ছেন। নির্যাতিত-শোষিত গণমানুষের পাশে সাংবাদিকদের দাঁড়াতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক হুসাইন ইমামসহ গাজীপুর প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে ক্লাব মিলনায়তনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্তব্য