kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

মওদুদ বললেন

চোখের সামনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ভাসছে

নিজস্ব প্রতিবেদক   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচোখের সামনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ভাসছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘পেঁয়াজ সমস্যা নিয়ে মানুষ ক্ষুব্ধ। যে সরকার সামান্য পণ্যের ব্যবস্থা নিশ্চিত করতে পারে না, সেই সরকারের মনে হয় আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। পেঁয়াজের পরে এলো লবণ, এখন চালের দাম এক দিনে পাঁচ টাকা বেড়েছে। ১৯৭৪ সাল এখনো আমার চোখের সামনে ভাসছে। ১৯৭৪ সালের যে ঘটনায় বাংলাদেশে অর্থনৈতিক-সামাজিক অবস্থা বিরাজ করছিল, যে অস্থিরতা ছিল, সেই একই পদধ্বনি আমি দেখতে পাচ্ছি।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মওদুদ এ কথা বলেন।

মন্তব্য