kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

জকিগঞ্জে যুবককে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য আটক

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক যুবককে নির্যাতনের অভিযোগে সিলেটের জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালামকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাট উপজেলার কারাবাল্লা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এর আগে গতকাল সকালে নির্যাতনে জড়িত থাকার অভিযোগে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবাদুর রহমান, আনোয়ার হোসেন ও শাহজাহান নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

নির্যাতনের শিকার ওই যুবকের নাম গিয়াস উদ্দিন (৩৫)। তিনি কাজলসার ইউনিয়নের বড়বন্দ গ্রামের মৃত সফর আলীর ছেলে।

প্রায় মাস তিনেক আগে ঘটে যাওয়া ওই নির্যাতনের একটি ভিডিও চিত্র গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য এবাদুর রহমানের বাড়িতে অনেকের উপস্থিতিতে গিয়াস উদ্দিনের হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে পায়ের নিচে বেধড়ক মারধর করছেন আব্দুস সালাম।

গিয়াস উদ্দিন জানান, তিন মাস আগে শাহজাহান তাঁর কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নিয়ে পরে টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

মন্তব্যসাতদিনের সেরা