কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমির দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে নগরের ভেড়িপাড়া মোড় থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদুল ইসলাম ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন ভাড়া বাবদ ১২টি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায়কৃত টাকা হিসাবে কম দেখিয়ে আত্মসাৎ করেন। এ ছাড়াও জালিয়াতি করে মিথ্যা হিসাব লিপিবদ্ধের মাধ্যমে মিলনায়তন ভাড়া বাবদ ৭০টি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
মন্তব্য