kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব ভাইয়ের ছুরিতে খুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীর গোদাগাড়ীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কদমশহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. শান্ত আলী (২৫) কদমশহর গ্রামের মো. সাদিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত মো. স্বপন আলী (২৫) শান্তর জমজ ভাই।

জানা যায়, ক্রিকেট খেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি বাধলে একজন আরেকজনকে ছুুরিকাঘাত করেন। এতে দুজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তকে মৃত ঘোষণা করেন। আহত স্বপন আলী হাসপাতালে ভর্তি আছেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় চিকিৎসাধীন স্বপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা