kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

শিল্প খাতে অবদান

সাফওয়ান সোবহান পেলেন সিআইপি সম্মাননা

নিজস্ব প্রতিবেদক   

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেসাফওয়ান সোবহান পেলেন সিআইপি সম্মাননা

বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি সম্মাননা পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি : কালের কণ্ঠ

শিল্প খাতে অবদানের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ (সিআইপি) ব্যক্তি হিসেবে বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সম্মাননা পেলেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সাফওয়ান সোবহানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।

২০১৭ সালের জন্য ৪৮ জনকে সিআইপি সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে বৃহৎ উৎপাদন, বৃহৎ সেবা, মাঝারি উৎপাদন, মাঝারি সেবা, ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র সেবা, মাইক্রো এবং কুটির শিল্প—এই আট ক্যাটাগরিতে ৪২ জন রয়েছেন। এ ছাড়া পদাধিকারবলে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের ছয়জন এ সম্মাননা পান।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের অবদানের স্বীকৃতি দিয়ে আসছি। শিল্প খাতে সৃজনশীলতাকে উৎসাহিত করে আসছি। আজকের সিআইপি কার্ড প্রদানও সরকারের উদ্যোক্তাবান্ধব দৃষ্টিভঙ্গি।’ তিনি বলেন, ‘আমি মনে করি, বেসরকারি খাতের শিল্পোদ্যোক্তারাই সাফল্যের নেপথ্যের নায়ক। আপনাদের মেধা, সৃজনশীল উদ্যোগ, নিরন্তর পরিশ্রম এবং সাহসী সিদ্ধান্তের ফলে দেশের শিল্প খাত দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এটি চলমান রাখতে শিল্প মন্ত্রণালয়, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের প্রণোদনা অব্যাহত থাকবে।’

বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে আরো যাঁরা সম্মাননা পেয়েছেন তাঁরা হলেন বিএসআরএম স্টিলসের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, ডিঅ্যান্ডএস প্রিটি ফ্যাশনসের চেয়ারম্যান মোহাম্মদ আলী তালুকদার, জিন্নাত ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, নান্নু স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম শোয়েব, হ্যামস গার্মেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, বাদশা টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়া, বিবিএস কেবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার, মীর সিরামিক লিমিটেডের পরিচালক মাহরিন নাসির, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং ইউনিভার্সেল জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন।

মন্তব্যসাতদিনের সেরা