kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

গাজীপুরে ইয়ুথ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), দি ইউনিভার্সিটি অব দি ওয়েস্ট ইন্ডিজ এবং কমনওয়েলথ অব লার্নিংয়ের (কোল) উদ্যোগে ‘কমনওয়েলথ হায়ার এডুকেশন কনসোর্টিয়াম ফর ইয়ুথ’ বিষয়ক তিন দিনের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল  গাজীপুরের ব্র্যাক সিডিএম মিলনায়তনে শুরু হয়েছে। বাউবির উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান আন্তর্জাতিক এ কর্মশালা উদ্বোধন করে বলেন, যুব শক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। সে জন্য দেশের যুব শক্তির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পর্যাপ্ত প্রশিক্ষণ ও যুব উন্নয়ন শিক্ষাদান প্রয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, যুক্তরাজ্যের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের এডুকেশন ইকোনমিক, ইয়ুথ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ডিরেক্টরেট বিভাগের উপদেষ্টা ড. আমিনা ওসমান প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা