kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত
চড়ে শিক্ষার্থী আহত

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফরিদপুরের নগরকান্দা উপজেলায় চরযশোরদী ইউনিয়নের হাজী আবদুল মজিদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের থাপ্পড়ে এক ছাত্রের বাঁ কানের পর্দা ফেটে গেছে। এই অভিযোগ ওঠার পর প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গতকাল বুধবার বিদ্যালয় চত্বরে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা।

ভুক্তভোগী নবম শ্রেণির শিক্ষার্থী আজিম শেখের ভাই একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আলিম শেখ জানায়, গত সোমবার দুপুর ১টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থীদের শোরগোল শুনে প্রধান শিক্ষক জাকির হোসেন সেখানে গিয়ে আজিমকে সামনে পেয়ে তার বাঁ কান বরাবর থাপ্পড় মারেন। এতে আজিমের কানের পর্দা ফেটে যায়। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তখনই কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে আজিম বাড়িতে। এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার বিকেলে ওই বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী নগরকান্দা উপজেলা সদরে বিক্ষোভ করে এবং প্রধান শিক্ষকের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়। এ ছাড়া প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গতকাল দুপুরে বিদ্যালয় চত্বরে ঝাড়ু মিছিল করে শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষক বলেন, ‘ওই ছাত্রকে ওভাবে কান পেঁচিয়ে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। আমি ভুল করেছি।’ বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা