kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

অতিরিক্ত সচিব শিশির রায়ের প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক ঢাকা ও জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅতিরিক্ত সচিব শিশির রায়ের প্রয়াণ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শিশির রায় (৫৩) মারা গেছেন। গত মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল ঢাকা থেকে প্রয়াতের মরদেহ সড়কপথে নেওয়া হয় সুনামগঞ্জের জগন্নাথপুরে। সেখানে দুপুরে পৈতৃক ভিটা জগন্নাথপুর পৌর শহরের ‘জগন্নাথপুর ভারত নিবাসে’ তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে গতকাল সকালে শিশির রায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অ্যাপোলো হাসপাতালে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও বিআরটিএর চেয়ারম্যান ড. কামরুল আহসানসহ অন্য সহকর্মীরা। এ ছাড়া তাঁর মৃত্যুতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।

প্রয়াতের বড় ভাই জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় জানান, দুই দিন আগে হার্ট স্ট্রোক করেন শিশির রায়। এর পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা