kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

সেনা কল্যাণ সংস্থার চারটি নবনির্মিত স্থাপনা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও সেনা কল্যাণ সংস্থার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জেনারেল আজিজ আহমেদ গতকাল মঙ্গলবার ঢাকার মহাখালী ডিওএইচএসে সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত চারটি স্থাপনার উদ্বোধন করেন। স্থাপনা চারটি হলো এস কে এস টাওয়ার ও এস কে বিজনেস মার্ট (ঢাকায় অবস্থিত) এবং সেনা কল্যাণ ট্রেড সেন্টার ও সেনা কল্যাণ কনভেনশন সেন্টার (চট্টগ্রামে অবস্থিত)। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান এবং সেনা কল্যাণ বোর্ড অব ট্রাস্টি ও ব্যবস্থাপনা পরিষদের সদস্যসহ সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন স্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেনা কল্যাণ সংস্থা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে দীর্ঘ ৪৭ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা