kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিলে বাধা

নিজস্ব প্রতিবেদক   

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিলে বাধা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল। ছবি : কালের কণ্ঠ

বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। পেঁয়াজসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ মিছিল বের করা হয়।

দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম জানান, গণমিছিলের জন্য বায়তুল মোকাররম উত্তর গেটে নেতাকর্মীদের জমায়েত হওয়ার কথা থাকলেও পুলিশ সেখানে অনুমতি দেয়নি। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণমিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে রওনা হলে পুলিশ মিছিলের গতিরোধ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নেতাদের হস্তক্ষেপে কর্মসূচি শেষ করার মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হয়।

গণমিছিল পূর্ব জমায়েতে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘বর্তমানে পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও খুন, ধর্ষণ, নারী অপহরণ, ঘুষ, দুর্নীতি, মাদক এগুলো খুবই সস্তা। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন নির্বাচন দিতে হবে।’

মন্তব্যসাতদিনের সেরা