kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

শিপইয়ার্ডে শ্রমিক হতাহতের তথ্য চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক   

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিপইয়ার্ডে হতাহত শ্রমিকদের সংখ্যা এবং তাদের ক্ষতিপূরণ, চিকিত্সা ও পুনর্বাসনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেসব তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারির মধ্যে এ তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প, শ্রম, কর্মসংস্থান, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে এ তথ্য জানাতে বলা হয়েছে।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

মন্তব্যসাতদিনের সেরা