kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

বেনাপোল কাস্টমসে সোনা চুরি তদন্তে এনবিআরের কমিটি

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোল কাস্টম হাউসের লকার থেকে প্রায় ১৯ কেজি সোনা হারানোর ঘটনায় নতুন করে তদন্ত কমিটি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাঁচ সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমানকে। এদিকে ১০ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। গত ৮, ৯ ও ১০ নভেম্বর সরকারি ছুুটি থাকায় অফিস বন্ধ ছিল। এই তিন দিনের মধ্যে কোনো একদিন কাস্টমসের লকার থেকে ১৯ কেজি সোনা খোয়া যায়। সিসি ক্যামেরাও বন্ধ ছিল। চুরির ঘটনা অনুসন্ধানে প্রথমে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কাস্টম কর্তৃপক্ষ।

মন্তব্যসাতদিনের সেরা