kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

বশেমুরবিপ্রবিতে সহকারী প্রক্টরের পদ স্থগিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সহকারী প্রক্টর হুমায়ুন কবিরের পদ স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নুরুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ‘গত ১৩ নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর হুমায়ুন কবিরের বিরুদ্ধে কৃষিবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ জানান। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিব্রতবোধ করছে। বর্তমানে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিতে তদন্তনাধীন রয়েছে। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ন্যায় বিচারের স্বার্থে সহকারী প্রক্টর পদটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

এদিকে উচ্চশিক্ষা অর্জনে ছুুটিতে থাকার সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবাইয়াৎ রহমানের বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

মন্তব্য