ব্রাহ্মণবাড়িয়া থানা থেকে মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার অভিযোগে হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. জামিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে সদর থানা থেকে একটি মোটরসাইকেল কাউকে না জানিয়ে নিয়ে যাওয়ার পর তাঁকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে তাঁকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাকার জন্য এক দপ্তরির কানের পর্দা ফাটিয়ে দেওয়াসহ নানা কারণে ব্রাহ্মণবাড়িয়ায় বিতর্কের কারণ হয়েছিলেন জামিরুল।
মন্তব্য