kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

৫৪ বছরের ইউপি সদস্য নবম শ্রেণির পরীক্ষায়

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৫৪ বছরের ইউপি সদস্য নবম শ্রেণির পরীক্ষায়

রফিকুল ইসলাম

শিক্ষার কোনো বয়স নেই, তাই ৫৪ বছর বয়সে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শারীরিক প্রতিবন্ধী মো. রফিকুল ইসলাম ভোকেশনাল শাখা থেকে নবম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছেন।

গতকাল সোমবার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় কারিগরি শাখার পরীক্ষা কেন্দে  রফিকুল ইসলামকে ছোট ছোট ছেলে-মেয়ের সঙ্গে রসায়ন বিজ্ঞান-১ (সৃজনশীল) পরীক্ষা দিতে দেখা গেছে। এ কেন্দে  মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২৮।

আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, রফিকুল ইসলাম লেখাপড়ার বিষয়ে খুবই মনোযোগী।

রফিকুল ইসলাম বলেন, ছোটবেলায় অসুস্থ হয়ে পড়লে আর লেখাপড়া করা হয়নি। এখন যেহেতু সুযোগ আছে, তাই লেখাপড়া করছি—শিক্ষার তো কোনো বয়স নেই। পরীক্ষা ভালো হয়েছে। আশা করছি ফলাফলও ভালো হবে।

মন্তব্যসাতদিনের সেরা