kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

ব্যাটালিয়ন আনসারে যুক্ত হলেন ৯৭২ সদস্য

নিজস্ব প্রতিবেদক   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ব্যাটালিয়ন আনসারে যুক্ত হলেন ৯৭২ সদস্য। গতকাল শনিবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এই নতুন সদস্যদের (২০তম ব্যাচ-পুরুষ) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এ ছাড়া বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপমহাপরিচালক ও কমান্ড্যান্ট (আনসার-ভিডিপি একাডেমি) নিমাই কুমার দাস, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. কামাল মামুন, উপমহাপরিচালক (অপারেশনস) মো. মাহবুব উল ইসলাম, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহবুদ্দিন, ঢাকা রেঞ্জ এবং ঢাকা মহানগর আনসারের উপমহাপরিচালক মো. ফিরোজ খানসহ বাহিনীর সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা