kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

চুক্তির বিষয়ে জানতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি যাচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আজ চিঠি দেবে বিএনপি। আজ রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে যাবেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবীর খোকন।

গতকাল শনিবার রাতে কালের কণ্ঠকে এ তথ্য জানান চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিশেষজ্ঞ ও দলের সিনিয়র নেতারা চিঠির বিষয়বস্তু তৈরি করেছেন। আজ রাতে (গতকাল) তা চূড়ান্ত করা হয়েছে। দলের দুই যুগ্ম মহাসচিব আজ চিঠি নিয়ে যাবেন।

মন্তব্যসাতদিনের সেরা