পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে সভা ও মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় আব্দুল গনি স্মৃতি পাঠাগারে সভাটি অনুষ্ঠিত হয়। শুভসংঘের উপজেলা শাখার সহসভাপতি রাকিবুল ইসলাম রুসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাঠাগারের সভাপতি ডা. অনিল মণ্ডল। এ সময় বক্তব্য দেন সাংবাদিক সাইমুন রহমান এলিট, শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা আবু বকর শিবলী, মো. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক ফিরোজ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ নেছার উদ্দিন, সদস্য মামুন সিরাজ, মিঠু ধর, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি খালিদ বিন ওয়ালিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য নিরব ইসলাম প্রমুখ।
মন্তব্য