kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার সকালে আশুলিয়ার কলমায় অবস্থিত ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড কারখানার সাত শতাধিক শ্রমিক কারখানার ভেতরে অবস্থান নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করে।

শ্রমিকরা জানায়, অক্টোবর মাসের বেতন পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে। কয়েক দিন আগেও তারা বকেয়া বেতন প্রদানের দাবিতে আন্দোলন করেছিল। তখন কারখানা কর্তৃপক্ষ ১৪ নভেম্বর বেতন পরিশোধ করবে বলে আশ্বাস দেয়। সে অনুযায়ী শ্রমিকরা গতকাল সকালে বকেয়া বেতন নিতে কারখানায় এলে মালিকপক্ষ বেতন পরিশোধ না করেই ফের সময় চায়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করতে শুরু করে।

হজরত আলী নামে একজন শ্রমিক বলেন, ‘সময়মতো বেতন না পাইলে বাড়িওয়ালাদের ভাড়া পরিশোধ করতে পারি না। বাড়ির মালিকরা নানা কটু কথা বলেন। দোকানদারও বাকিতে সদাই দিতে চান না। বেতন-ভাতার জন্য কারখানার মালিক আমাদের আর কত ঘোরাবেন। কত দিন হলো এ সমস্যা তৈরি হয়েছে। এখন মানুষের কটু কথা শুনে ও খেয়ে না খেয়ে কোনো রকমে দিন পার করছি।’

ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড কারখানার চেয়ারম্যান সানোয়ার হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও ব্যাংকের সঙ্গে অর্থ জটিলতার কারণে টাকা তোলা সম্ভব হয়নি। তাই সেদিন শ্রমিকদের বেতন দেওয়া হয়নি। আজ (গতকাল) ব্যাংক বন্ধ থাকায় বেতন দেওয়া যায়নি। শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। সোমবারের মধ্যে কারখানার শ্রমিকদের বেতন-ভাতা প্রদান করা হবে।’

মন্তব্যসাতদিনের সেরা